বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৪:১৫

কাপাসিয়ায় তোপধ্বনির সময় বিস্ফোরণে ৩ জন গুরুতর আহত

কাপাসিয়ায় তোপধ্বনির সময় বিস্ফোরণে ৩ জন  গুরুতর আহত

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় গত মঙ্গলবার রাতে বিজয় দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির সময় পটকা বিস্ফোরণে ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পনের পূর্বে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। থানা পুলিশের ব্যবস্থাপনায় পটকায় আগুন দিয়ে তোপধ্বনি দিতে গিয়ে থানার বিশেষ আনসার আবদুল মান্নানের তিনটি আঙ্গুল উড়ে যায়, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের মেম্বার গোলাম ছামদানীর হাত ঝলসে যায় এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল রাজার হাত, চোখ, নাক সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। রক্তাক্ত অবস্থায় আহতদের প্রথমে শহরের একটি ক্লিনিকে ও পরে ঢাকায় পাঠানো হয়। থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানায়, অসতর্ক অবস্থায় তোপধ্বনির জন্য পটকায় আগুন দিতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। ওই সময় মুক্তিযোদ্ধা চত্বরে শহীদ মিনারে ফুল দেয়ার জন্য উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, , উপজেলা আওয়ামী সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ প্রমূখ। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে