এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ‘শাহ্জাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’র ১০ম বর্ষপূর্তিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ২৬ জুলাই শুক্রবার বিকালে মেধা বিকাশ বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৭২টি বিদ্যালয়ের অংশগ্রহনকৃত ৯৭জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ টাকা, ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
উপজেলার লোহাদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ অ্যাড. আমানত হোসেন খান। অনুষ্ঠানের উদ্বোধণ করেন স্থানীয় বারিষাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহম্মদ শহীদুলাহ্’র সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বজলুর রশিদ মোল্লা, জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা ওয়াজ উদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকার, ফুটন্ত মাল্টি-মিডিয়া কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামীম হোসেন, লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরুজা সুলতানা প্রমূখ।
উল্লেখ্য, ‘শাহ্জাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ দীর্ঘ ১০ বছর যাবত এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ইকবাল হোসেনকে আনুষ্ঠানিক ভাবে ‘সমাজ বন্ধু’ খ্যাতাবে ভূষিত করেন প্রধান অতিথি আলহাজ¦ অ্যাড. আমানত হোসেন খান। এছাড়া ১০ বছর পূর্তি উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিনিয় প্রকাশ করা হয়।