কাপাসিয়ায় বাসা’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ এসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সম্যান্ট (বাসা’র) উদ্যোগে পি কে এস এফ ও বাসা’র অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচী’র স্বাস্থ্য পুষ্টি ও শিক্ষা কার্যক্রমের অধীনে ২ শতাধিক রোগিকে ২১ ডিসেম্বর সোমবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের পাশে মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলন সাবেক অতিরিক্ত সচিব ও বাসা’র ডাইরেক্টর (প্রোগ্রাম এন্ড ডেভেলপমেন্ট) এ কে এম সাইফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট ডাঃ জাহেদা আকতার, সমৃদ্ধি’র কো-অর্ডিনেটর জাকির হোসেন, ডাঃ আফরুজা সুলতানা, ডাঃ ইব্রাহিম খালিল, সংস্থার আর এম সাজ্জাদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য নার্গিস আক্তার, বি এম ইলিয়াস কাঞ্চন, সুপারভাইজর (শিক্ষা) গোলাম মাহমুদ মোস্তাফা, স্বাস্থ্য সহকারি মাসুদ আব্বাসী, গোপি নাথ রায়, নার্স শেফালী, তাহমিনা , কল্পনা ও সনিয়া প্রমূখ ক্যাম্পে উপস্থিত ছিলেন।
সৃমদ্ধি’র কো-অর্ডিনেটর জাকির হোসেন জানান, বাসা দূর্গাপুর ইউনিয়নের কামড়া মাশক গ্রামে কৃষি ও পোল্ট্রি শিল্পে বিশেষ অবদানের জন্য মুক্তেজা বেগমকে একটি সমৃদ্ধি বাড়ি ও দু’জন ভিক্ষুককে পূর্ণবাসন করবে ।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�