কালিয়াকৈরে দাফনের দুই মাস পর কবর থেকে লাশ উত্তোলন
জাহাঙ্গীর আলম,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোসাইবাড়ী এলাকা থেকে সোমবার দুপুরে দাফনের দুই মাস পর থানা পুলিশ আদালতের নির্দেশে কবর থেকে কাজিম উদ্দিন(৪০) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে। নিহত কাজিম উদ্দিন কালিয়াকৈরের গোসাইবাড়ী এলাকার মৃত মাছের আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর কাজিম উদ্দিনের সঙ্গে পল্লীবিদ্যুতের খুটি পুতাকে কেন্দ্র করে তার নিকট আত্নীয়ের সাথে ঝগড়া হয়। ওই দিনই কাজিম উদ্দিন অসুস্থ্য হয়ে পড়লে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে এলাকাবাসী পারিবারিকভাবে মিমাংসা শেষে ময়নাতদন্ত ছাড়াই তার দফন সম্পন্ন করে।
কাজিম উদ্দিনের মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে গত ১৪ অক্টোবর ২০১৫ইং ঈমান আলী, রউফ মাষ্টার ও বাবুলকে বিবাদী করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর আদালতে আবেদন করেন। আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিলে গতকাল সোমবার দুপুরে কালিয়াকৈরের সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল কবীর নেতৃত্বে কালিয়াকৈর থানা পুলিশ কবর থেকে লাশ উত্তোলন করে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�