শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৪:৫৬

১০ হাজার রোগীর ফ্রি চিকিৎসা

১০ হাজার রোগীর ফ্রি চিকিৎসা

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত পল্লী রায়েদ গ্রামের ‘রায়েদ অন্বেষা সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে মডিউল কমিউনিটি হাসপাতালে ২৬ ডিসেম্বর শনিবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় উপজেলার রায়েদ পূর্বপাড়ায় প্রস্তাবিত মডিউল কমিউিনিটি হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমীনের সার্বিক প্রচেষ্টায় রায়েদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্প স্থাপন করা হয়। রায়েদ অন্বেষা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এমারত হোসেন বাদলের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে চিকিৎসা ক্যাম্প উদ্বোধণী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আলী হায়দার খান। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমীন। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ হাই, সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ আল-মাসুদ খান, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন প্রমূখ। বিদ্যালয়ের ৩০টি কক্ষে ও বিশাল প্যান্ডেলে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে নাক, কান, গলা ও বিভিন্ন বিভাগের ৪১ জন বিশেষজ্ঞ ডাক্তার, ২০ জন সিনিয়র নার্স ১০ হাজার রোগীর চিকিৎসা পত্র প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। বিশেষ করে সাধারণ চিকিৎসা সেবা, ডায়াবেটিস চেকআপ, রক্তের গ্র“প নির্নয় এবং গর্ভবতী মা ও শিশুদের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। উপজেলার রায়েদ, টোক, বারিষাব, সিংহশ্রী, তরগাঁও এবং পার্শ্ববর্তী শ্রীপুর ও মনোহরদী উপজেলা থেকেও অসংখ্য রোগী এ ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছেন। ৮ টি তথ্য কেন্দ্রের মাধ্যমে প্রায় ১ শত স্বেচ্ছাসেবক ক্যাম্পে আগত রোগীদের সহযোগিতা করেছেন। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে