গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে মুক্তিযো'দ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হকের গা'নম্যা'নের গু'লিতে এক যুবকের মৃ'ত্যু হয়েছে। অপর একজন গু'লিবি'দ্ধ হয়েছেন।
মন্ত্রীর গা'নম্যা'ন এএসআই কিশোর কুমার(৩৫) কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ন কুমারের ছেলে। কিশোর ও হ'তাহ'তরা বন্ধু বলে জানা গেছে।
নিহ'ত হলেন, কালিয়াকৈর থানার সিমা'ন্তবর্তী এলাকা টাঙ্গাইলেরর মির্জাপুর এলাকার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে মোঃ শহিদ (৩০)। গু'লিবি'দ্ধ হলেন একই এলাকার মোঃ মঈন উদ্দিন (৩২)।
এলাকাবাসী ও পুলিশ সূ'ত্রে জানা গেছে, মন্ত্রীর গা'নম্যা'ন কিশোর ও হ'তাহ'তরা পরস্পর বন্ধু। প্রায় তারা এলাকায় আড্ডা দিতেন। বৃস্পতিবার দিবাগত রাতে কুতুবদিয়া এলাকার লায়ন হাবিবের একটি পতিত জমিতে তারা বসে আড্ডা দেয়। পুলিশ ধা'রণা করছে কোন বিষয় নিয়ে ঝ'গড়ার জে'র ধ'রে কিশোরের কাছে থাকা পি'স্ত'ল দিয়ে শহিদ ও মঈনকে গু'লি করে। এতে শহিদের বুকের ডান পাশে গু'লিবি'দ্ধ হয়ে ঘ'টনাস্থ'লেই মা'রা যান এবং মঈনের পেটের এক পাশে গু'লিবি'দ্ধ হয়। গু'লির শব্দ পেয়ে এলাকাবাসী ছু'টে আসলে কিশোর দৌ'ড়ে পা'লিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহ'ত মঈনকে উ'দ্ধা'র করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া নিহ'ত শহিদের লা'শ উ'দ্ধা'র করে গাজীপুর ম'গে প্রে'রণ করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গা'নম্যা'ন কিশোর প'লাত'ক। তাকে গ্রেফতার করতে অভি'যান চলছে। ঘ'টনার তদ'ন্ত চলছে।