মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৬:০৮:২১

'বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নে বিশ্বে রুল মডেল'

'বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নে বিশ্বে রুল মডেল'

মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ এ্যাভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, নারীদের ক্ষমতায়নে আমরাই বিশ্বে রোল মডেল। আগে কোথাও মায়ের নাম ব্যবহার করা হতো না। বর্তমান আওয়ামীলীগ সরকার সর্বত্র এটা চালু করেন। মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী. বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, এমনকি সচিবরাও রয়েছেন নারী। তাই নারীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তবেই নারীরা দেশ উন্নয়নের সর্বত্র অংশ নিতে পারবে । মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ২১ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মরহুম আব্দুল আলীম খান ও মরহুম আব্দুর রহিম খান বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালিয়াকৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্ত্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মোনায়েম খান, মোঃ মুরাদ কবীর, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মো নজরুল ইসলাম বাদল। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে কলেজের ২১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩ শিক্ষার্থী এবং ডিগ্রি পাস পরীক্ষায় ভাল ফলাফলের জন্য ২ জন সহ মোট ৫জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ০৫ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে