বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৭:১৩:০৫

র‌্যাবের কব্জায় জিনের বাদশা

র‌্যাবের কব্জায় জিনের বাদশা

গাজীপুর : র‌্যাবের কব্জায় জিনের বাদশা। নানা প্রতারণা করেও রেহাই পায়নি সেই বাদশা। তার কাছ থেকে ইউএস ডলার ও প্রতারণার উদ্দেশ্যে ডলারের বান্ডেলে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি কয়েকটি কাঠের টুকরো উদ্ধার করেছে ব্যাব। জিনের বাদশাহর নাম মো. শাহিন (৩২)। তিনি দিনাজপুর জেলার চিনির বন্দর থানার গোছাহার (নশরতপুর) গ্রামের মৃত শাহাজামালের ছেলে। তিনি আটক হন গাজীপুরে। র‌্যাব জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কমিশনার সফিজের কাশিমপুর সারদাগঞ্জ এলাকাস্থিত বাড়িতে ভাড়া থাকে প্রতারক শাহিন। বুধবার দিবাগত রাতে ওই বাড়িতে কয়েক সহযোগীকে নিয়ে জিনের বাদশাহ সেজে অবৈধ ডলার ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করে। র‌্যাব জানায়, এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১-এর সদস্যরা রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালিয়ে প্রতারক জিনের বাদশাহ শাহিনকে গ্রেফতার করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শাহিনের সহযোগীরা পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ইউএস ১০ ডলারের ৪টি, ৫ ডলারের ৬টি এবং ১ ডলারের ৭৮টি নোট এবং ডলারের মাপে তৈরি ৫টি কাঠের টুকরো উদ্ধার করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে শাহিন জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে অবৈধভাবে ডলারের ব্যবসা করে আসছিল। কাঠের টুকরোগুলোর ওপর এবং নিচে ১টি করে ডলার আঠা দিয়ে লাগিয়ে ডলারের বান্ডেল বলে ক্রেতা সাধারণকে প্রতারিত করতো। তাদের সহযোগীরা ডিবি পুলিশ পরিচয়ে ক্রেতাদের কাছ থেকে ডলারের নকল বান্ডেল ছিনতাই করে পুনরায় হেনস্তা করতো এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব। ৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে