জাহাঙ্গীর আলম,গাজীপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিরা মোনাজাত শেষে বিনা ভাড়ায় চান্দনা চৌরাস্তা ও মিরের বাজার পর্যন্ত শাটল বাসে যাতায়াত করতে পারবেন।
আজ রোববার সকালে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ পিপিএম জানান, গাজীপুর ও আশপাশের এলাকার যে সব মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে এসেছেন তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত ও মিরের বাজার পর্যন্ত বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, আখেরি মোনাজাতের পর পরই এ দু’টি রোডে বিশেষ শাটল বাসগুলো যাত্রী পরিবহন শুরু করবে। যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা ময়দানে থাকবেন ততক্ষণ পর্যন্ত বিআরটিসির শাটল বাস মুসল্লিদের পরিবহন করবে। এজন্য মুসল্লিদের কোনো ভাড়া দিতে হবে না।
১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস