জাহাঙ্গীর আলম,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে রবিবার দুপুরে মালবাহী চলন্ত এক ট্রাক সড়কের পাশের দোকানে ঢুকে পড়েছে। এতে দোকান ভেঙ্গে ট্রাকের নীচে চাপা পড়ে দোকান এক মালিক ও তার শিশু নাতিসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় দোকানের সামনে অপেক্ষমান অন্ততঃ ১২ জন আহত হয়েছে। এঘটনায় ঢাকা বাইপাস সড়কে প্রায় আড়াই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহতরা হলো- জাকির হোসেনের ছেলে জোবায়েদ (৮মাস), নিহতের দাদা দোকান মালিক হাসান আলী (৭০) এবং মৃত সুরজত আলীর ছেলে বিশ্ব ইজতেমা ফেরত ক্রেতা মোসলেম উদ্দিন (৬৫) জিমি (০২) নার্গিস আক্তার (৩৫) । নিহত সবার বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায়। ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাকির হোসেন দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা ও এলাকাবাসি জানান, রবিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা বাইপাস সড়কে গাজীপুরের ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চট্টগ্রাম থেকে বেপরোয়া গতিতে কালিয়াকৈরগামী সিরামিক্সের কাঁচামালবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি কয়েকজনকে চাপা দিয়ে সড়কের পাশে মাচার ওপর টিন দিয়ে স্থাপিত দু’টি দোকান ভেঙ্গে অপর একটি একটি মুদি দোকানে ঢুকে পড়ে। পরে ট্রাকটি দোকান ভেঙ্গে নিচে খাদে পড়ে যায়। এ ঘটনায় মোসলেম ঘটনাস্থলেই নিহত ও অন্ততঃ ১২ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে হাসান আলী মারা যায়। আহত অন্যদেরকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক হাসান আলীর নাতি জোবায়েদকে (৮মাস) মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই বছর বয়সের শিশু জিমি ও নার্গিসকে ঢামেক হাসপাতালে নেয়ার পথে মারা যায়। হতাহতদের উদ্ধারকালে সিরামিক্সের কাঁচামাল পাউডারের কারনে শ্বাস কষ্ট হয়ে স্থানীয় মাই ওয়ান কারখানার শ্রমিক নাজমুল ও পারভেজ অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকেও হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার সময় হতাহতরা সবাই সড়কের পাশের ওই দোকান গুলোতে কেনা কাটা করছিল। এদের মধ্যে মোসলেম উদ্দিন বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ওই দোকানে কেনাকাটা করছিল। ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক ও লাশ উদ্ধার করে সরিয়ে নিলে প্রায় আড়াই ঘন্টা পর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
এব্যাপারে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, আহতদের মধ্যে আটজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস