সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৭:২৭:৩৪

কাপাসিয়ায় ঘৌড়দৌড় প্রতিযোগিতা

কাপাসিয়ায় ঘৌড়দৌড় প্রতিযোগিতা

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার  তরগাঁও ফকির বাড়ি মাঠে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা ১১ জানুয়ারী সোমবার  বিকালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ১২টি ঘোড়া অংশ  গ্রহন করে।

এলাকাবাসির উদ্যোগে অনুষ্ঠিত ঘৌড়দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গাজীপুরের পিরুজালী গ্রামের আনোয়ার হোসেনের ঘোড়া । ঘৌড়দৌড় খেলায় প্রবীন আওয়ামীলীগ নেতা আঃ লতিফ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, তরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আইবুর রহমান সিকদার, হাফিজুল হক চৌধুরী আইয়ুব, মইনুল হক মিলন, মোশারফ হোসেন ফকির, আমিনা খাতুন মুনমুন, আব্দুস ছাদেক প্রমুখ। বিজয়ী আনোয়ার হোসেনকে একটি গাভি ও রানার আপ অপর আনোয়ার হোসেনকে একটি খাসি পুরস্কার হিসাবে দেয়া হয়। চ্যাম্পিয়ন ঘোড়াটি শহিস (চালক) ছিলেন নওগা জেলার দামুর হাটের ওবায়দুল হকের কন্যা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাছলিমা আক্তার। খেলায় বিভিন্ন এলঅকা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
১১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে