মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ১২:৫৯:১৩

ঢাকার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

 ঢাকার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীর আলম,গাজীপুর প্রতিনিধি: বিনা নোটিশে পোষাক কারখানা বন্ধ ঘোষনার প্রতিবাদে এবং কারখানা খুলে দেওয়ার দাবীতে ঢাকার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোষাক কারখানা শ্রমিকরা। সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পরযন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

আই ডি এস গ্রুপের প্রতিষ্ঠান বেঙ্গল জিন্স লি: নামের ঐ পোষাক কারখানার শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ ৫ই জানুয়ারী বিনা নোটিশে কারখানা বন্ধ ঘোষনা করে দেয়।শ্রম আইন অনুসারে কারখানা বন্ধ ঘোষনা করতে হলে শ্রমিকদের ১২০দিনে বেতনসহ নানা রকম পাওনাদি শোধ করার কথা থাকলেও ঐ কারখানার মালিক টালবাহানা করছেন।ফলে বাধ্য হয়ে কারখানার প্রায় ৮হাজার শ্রমিক আজ সড়ক অবরোধ করে।

পরে উত্তরা পূর্ব থানার ওসি আবু বকর মিয়া শ্রমিকের পাওনা আদায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা ২ঘন্টা পর অবরোধ তুলে নেয়। অবরোধের কারনে নিকুঞ্জ থেকে বোর্ডবাজার পর‌যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে দূরভোগে পড়ে হাজারো যাত্রী।
১২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে