শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৫:১২:১২

বিশ্ব ইজতেমা এলাকা থেকে ৭০ ভিক্ষুক ও হকার আটক

বিশ্ব ইজতেমা এলাকা থেকে ৭০ ভিক্ষুক ও হকার আটক

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: টঙ্গীর ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৭০জন হকারকে আটক করেছে।

টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, বিশ্ব ইজতেমার ময়দানের আশপাশ থেকে ৭০জন হকার আটক করা হয়েছে। বিশ্ব ইজতেমার ময়দানের আশপাশে বসে পসরা সাজিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য ও খাদ্য সামগ্রী বিক্রি এবং ইজতেমা এলাকায় ভিক্ষা করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। রাত ১২টার পর তাদের ছেড়ে দেয়া হবে।

শনিবারও হচ্ছে না যৌতুক বিহীন বিয়ে। প্রতিবছর ইসলামিক শরিয়া অনুযায়ি ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠানের রেওয়াজ থাকলেও এ বছর প্রথম পর্বে বিয়ের আয়োজন ছিল না। একইভাবে ইজতেমার দ্বিতীয় পর্বেও দ্বিতীয় দিন শনিবারও যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবেনা বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন। তিনি আরো জানান, রীতিঅনুযায়ি ইজতেমাস্থলে কণের অনুপস্থিতিতে বর ও বরের অভিভাবকদের উপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ে হত। এতে ইজতেমার লোকজন ছাড়া অনেক স্বজনরাও ওই বিয়ে সন্মন্ধে জানতে পারেন না ও আকর্ষণ থাকে না। তাই এবার ইজতেমাস্থলে আর বিয়ের আয়োজন রাখা হয়নি। যারা যৌতুকবিহীন বিয়ে দিতে চান তাদেরকে নিজ নিজ এলাকায় ওই আয়োজন করতে বলা হয়েছে।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে