সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৭:৫৩

কাপাসিয়ায় চুরি করে পালিয়ে যাবার সময় ট্রাকসহ ৭ গরু উদ্ধার

কাপাসিয়ায় চুরি করে পালিয়ে যাবার সময় ট্রাকসহ ৭ গরু উদ্ধার

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া শহরের পাবুর সড়কে ১ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে চুরি করে পালিয়ে যাবার সময় থানা পুলিশের সন্দেহ হলে ধাওয়া দিয়ে ট্রাক সহ ৭ গরু উদ্ধার করেছে। এ সময় চোর চক্রের সদস্য ও ট্রাকের (বগুড়া-ড-১১-১৪৬৪) চালক-হেলপার পালিয়ে যায়।



জানা যায়, উপজেলা শহরের পাবুর রাস্তা মোড়ে মঙ্গলবার রাত প্রায় ৩ টার দিকে একটি ট্রাকে করে ৭ টি গরু নিয়ে যাচ্ছে। এ সময় কাপাসিয়া থানার এস আই মঞ্জুদ্দোহার নেতৃত্বে একটি টহল টিম তাদের গতিরোধ করার চেষ্টা করে ব্যর্থ হয়। ট্রাক ড্রাইভার তার গতিপথ পরিবর্তন করে কাপাসিয়া-রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে ছুটে যায়। পুলিশ টহল টিম তাদের পথ অনুসরন করে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ট্রাকটি আটক করে। ড্রাইভার হেলপার ও চোরের দল ট্রাক থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ জানান, অতি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মাঝে রাতের আধারে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার মালিপাড়া গ্রামের বাসির উদ্দিনের পুত্র হাফিজ উদ্দিনের ৩ টি গরু এবং একই গ্রামের রমিজ উদ্দিনের পুত্র ইব্রাহীমের ৪ টি গরু চোরের দল ট্রাকে করে পালিয়ে যাবার চেষ্টা করছিল। সন্দেহ হলে ধাওয়া দিয়ে তাদের হোতাপাড়া থেকে আটক করা হয়। উল্লেখ, গত কয়েক দিন আগে একই এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের একটি মহিষ পিক-আপ ভ্যানে করে পালিয়ে যাবার সময় এলাকাবাসি টের পেয়ে আটক করে এবং এ সময় উত্তেজিত লোকজন পিকআপ টি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
০৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে