বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ০৯:৫২:৫৩

বিএনপি নেতার এমন ভিডিও, গাজীপুরে হৈচৈ!

বিএনপি নেতার এমন ভিডিও, গাজীপুরে হৈচৈ!

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের কয়েকটি অ-শ্লী-ল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি প্রকাশ হওয়ার পর গাজীপুরে হৈচৈ পড়ে গেছে। সচেতন মহলে এ নিয়ে সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে।

এছাড়া সম্প্রতি একটি জাতীয় দৈনিকের লিড নিউজে ছাপা হয়েছিল ‌‘ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে বিএনপি’।

ওই নিউজের কাটিংটির সাথে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির তার নিজের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে শেয়ার করেছিলেন।

এখন তার অ-শ্লী-ল ভিডিও ভাইরাল হয়ে গেলে অনেকেই ব্যঙ্গ করে দুটি ছবি শেয়ার করে বলছেন, এই হলো বাসন থানা বিএনপি নেতার ক্লিন ইমেজের নমুনা। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তাকে বস্ত্রহীন এবং আ-প-ত্তিকর অবস্থায় দেখা গেছে।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি সুপার এডিট করা দাবি করে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, ভিডিওটি তিনি দেখেছেন কিন্তু এগুলো কীভাবে তার হতে পারে তা তিনি বুঝতে পারছেন না। এমন ভিডিও তার বলে মনে পড়ে না। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি দাবি করেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, উল্লিখিত ভিডিওটি আমি কিছুক্ষণ আগে দেখেছি। থানা বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কাজে জড়িত হতে পারে বিষয়টি আমার বিশ্বাস হচ্ছে না। কি বলবো আমি খুবই লজ্জিত। আশা করি দলের হাইকমান্ড বিষয়টি দেখবেন। দলের হাইকমান্ড সংশ্লিষ্ট বিষয়ে যে নির্দেশনা দেবে আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে