এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুর মহানগরীর কাশিমপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট কাজ করেছে।
সোমবার ভোর ৪টার দিকে কাশিমপুরের উত্তর পানিশাইল এলাকার ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহীদ মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শহিদুল ইসলাম শহীদ মিয়া জানান, আমার ছোট সন্তান ঘুম থেকে উঠে আমাকে বলে ফ্রিজে আগুন। আমি তৎক্ষণাৎ পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করি। সেখান থেকে ওই কর্মকর্তা বলেন, আমাকে ফোন দিয়েছেন কেন? আমি বলেছি, আমরা ঘর থেকে বের হতে পারতেছি না, পুরো ঘর কারেন্ট হয়ে আছে। ততক্ষণে আমার ঘরের সবকটা কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আমার ঘর থেকে কোনো মালামাল বের করতে পারি নাই। আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি জানান, এ অগ্নিকাণ্ডে আমার ৬ থেকে ৭ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে ক্ষতি সাধন হয়েছে। কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার সার্ভিস খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার ফাইটার রাজিউর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার কবর পেয়েছি। ৪টা ৪৮মিনিটের দিকে আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। ৫টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন লেগেছে বলে জানতে পারি। আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।