শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ০৩:৩৪:২৯

বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মণ্ডলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা নগদ ১০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও জমির দলিল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতৃবৃন্দ ওই ডাকাতির শিকার নেতার বাড়ি পরিদর্শন করে।

শনিবার দিবাগত রাত ৩টায় শ্রীপুর পৌরসভার মধ্যে ভাংনাহাটি আফাজ উদ্দিন মণ্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তিনি শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

বিএনপি নেতা আফাজ উদ্দিন মণ্ডল বলেন, ২০/২৫ জনের একদল ডাকাত বাড়ির বাহিরে ওয়াশ রুমের ওপরে উঠে বাড়ির ভেতর প্রবেশ করে। পরে বারান্দার গ্রিলের তালা কেটে দরজা ভেঙে ১০ থেকে ১৫ জন ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাতেরা নিজেদেরকে প্রথমে আইনের লোক পরিচয় দেয়। এক পর্যায়ে ডাকাত পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সকলের হাত-পা মুখ বেঁধে ফেলে। অন্যান্য ডাকাতেরা বাড়ির চারপাশে দাঁড়িয়ে পাহারা দেয়। ডাকাতদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা, হাফপ্যান্ট পরিহিত এবং প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতেরা আফাজ উদ্দিন মণ্ডলসহ তার দুই ছেলের ঘরে প্রবেশ করে পরে তাদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়। 

এ সময় তারা গৃহকর্তা বিএনপি নেতা আফাজ উদ্দিন মণ্ডলের ঘর থেকে জমি বিক্রির নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা, তার বড় ছেলের ঘর থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা এবং সাত ভরি-স্বর্ণালঙ্কার, ছোট ছেলের ঘর থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কারসহ জমির দলিল লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার সময় বলে যায় আমরা পাশের বাড়িতে ডাকাতি করব, কোনো ধরনের চিৎকার বা কাউকে ডাকাডাকি করতে পারবে না। আমরা পাশের বাড়ীতে ডাকাতি শেষে আবার তোদের বাড়িতে এসে বাধা হাত-পা খুলে দিয়ে চলে যাব।

খবর পেয়ে বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রুফকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ দলের নেতাকর্মীরা ডাকাতির শিকার বিএনপি নেতা আফাজ উদ্দিন মণ্ডলের বাড়ি পরিদর্শন করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, আমিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি ডাকাতি না অন্য কোন বিরোধ রয়েছে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আশা করছি খুব দ্রুতই প্রকৃত রহস্য আমরা উদঘাটন করতে পারব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে