রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০৭:৫৭:৫৫

ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

 ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বাঘের বাজার এলাকায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে গিয়াস উদ্দিন(৬৫) নামে এক জন নিহত, আহত হয়েছে একজন। রোববার বিকাল ৪ টার দিকে এঘটনা ঘটে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে আতাবুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
জয়দেবপুর থানা পুলিশ জানায়, বাঘের বাজার এলাকার ফাইজুদ্দিন সোমবার তাদের বাড়ির পার্শ্বের একখন্ড জমিতে পাকা ধান কাটতে যায়। এসময় প্রতিবেশী ফাইজুদ্দিন বাঁধা দেয়। সে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। বাঁধা দিতে গেলে গিয়াস উদ্দিন (৬৫) কে অন্ডকোশে লাথি দিলে ঘটনাস্থলেই মারা যান । এসময় জনতা আতাবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।  
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে