গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে ফের সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগেও তাকে বরখাস্ত করা হয়েছিল। দীর্ঘ একবছরেরও বেশি সময় কারা ভোগের পর গত দুই মাস আগে তিনি জামিনে মুক্তি পান।
সম্প্রতি গাড়ি পোড়ানোর একটি মামলায় গত শুক্রবার তাকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের পর জয়দেবপুর থানার এসআই মো. আহাদুল ইসলাম বাদী হয়ে অধ্যাপক এমএ মান্নানসহ ৪০ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের বিএনপিপন্থি ১১ জন কাউন্সিলর রয়েছেন। এ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মেয়র এমএ মান্নান কারাগারে আছেন।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস