শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০৯:১৬:৫৪

কাপাসিয়ায় ইউপি নির্বাচনে ১১ টির মধ্যে ৯ টি আ.লীগ, ২ টি বিদ্রোহী

কাপাসিয়ায় ইউপি নির্বাচনে ১১ টির মধ্যে ৯ টি আ.লীগ, ২ টি বিদ্রোহী

কাপাসিয়া (গাজীপুর) থেকে এফ এম কামাল হোসেন: গাজীপুরের কাপাসিয়ার ১১টি ইউনিয়নে নানা অনিয়মের মধ্যে দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে। অধিকাংশ ভোট কেন্দ্রে সরকার সমর্থিতরা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সীল ও জাল ভোটের মহোৎসব করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ টি ইউনিয়নের মধ্যে ৯ টিতে নৌকা প্রতিকের ও ২ টিতে তাদের বিদ্রোহী বিজয়ী হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে কাপাসিয়া সদর ইউনিয়নের ১০টি কেন্দ্রের সবগুলোতেই সরকার সমর্থকদের দখলে ছিল। এখানে নৌকার পক্ষে আওয়ামী লীগের সমর্থকরা প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বুথ গুলোতে প্রবেশ করে জোড় পূর্বক সীল মেরেছে। এ কেন্দ্রে ব্যালট পেপারে জোড় পূর্বক নৌকা মার্কায় সীল মারায় ৩১ টি ব্যালট পেপার বাতিল করা হয়। চাঁদপুর ইউনিয়নে চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রকাশ্যে সীল মারতে বাধ্য করে। একই চিত্র উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাঁপাত, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, ডোয়াইপাখরি কেন্দ্র। তরগাঁও, কড়িহাতা, ঘাগুটিয়া, বারিষাব, রায়েদ ইউনিয়নেও বাইরের পরিবেশ স্বাভাবিক থাকলেও ভিতরে ছিল সরকার সমর্থকদের আধিপত্য। এ সকল ইউনিয়নে বিএনপির কোন এজেন্টকে দেখা যায়নি।
সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যে কাপাসিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে বাস টার্মিনাল এলাকায় ধানের শীষ প্রতিকের চেয়ারম্যান পদ প্রার্থী আজগর হোসেন খানের নির্বাচনী অফিসে সরকার সমর্থকরা হামলা করে ভাংচুর করেছে। এ সময় বেশ কয়েক জন সমর্থক আহত হয়েছে বলে জানা যায়। এর পর থেকে ভোট কেন্দ্রের আশপাশে আতংক ছড়িয়ে ধানের শীষের কোন ভোটার নাম্বার বিতরন বা প্রচারনা চালাতে দেয়া হয়নি। বিএনপির কোন নেতা-কর্মীকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে দেয়া না হলেও শেষ সময় পর্যন্ত নৌকা প্রতিকের পুলিং এজেন্টরা জোর পূর্বক সাধারণ ভোটারদের হাত থেকে ব্যালট নিয়ে প্রকাশ্যে নৌকায় সিল দিয়েছে বলে ধানের শীষের কর্মীরা অভিযোগ করেন। দুপুরে বিএনপি মনোনীত ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী আজগর হোসেন খান জানান, তার নিজ এলাকা পাবুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাকে ঢুকতে বাধা দিয়ে তার সমর্থকদের উপর সরকার সমর্থিতরা হামলা করে এবং কেন্দ্রের আশপাশে কোন সমর্থকদের প্রচারনা চালাতে দেয়া হয়নি।
নির্বাচনে বিজয়ীরা হলো, সিংহশ্রী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী আশরাফ উদ্দিন খান আল-আমীন, রায়েদ ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল হাই, টোক ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী শরীফ মোহাম্মদ  ওয়াহীদ, বারিষাব ইউনিয়নে আওয়ামীলীগের এস এম আতাউজ্জামান বাবলু, ঘাগটিয়া ইউনিয়নে আওয়ামীলীগের শাহিনুর ইসলাম সেলিম, সন্মানিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সাহাদাত হোসেন মাষ্টার, কড়িহাতা ইউনিয়নে আওয়ামীলীগের মাহবুবুল আলম মোড়ল, তরগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের আইয়ুবুর রহমান সিকদার, কাপাসিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সাখাওয়াত হোসেন প্রধান, চাঁদপুর ইউনিয়নে আওয়ামীলীগের মিজানুর রহমান মাষ্টার, দূর্গাপুর ইউনিয়নে এম এ গাফ্ফার বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে