বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০৭:২৫:৫৭

ফাঁসিতেই ঝুলতে হবে জেনে নিজামীর চোখে জল!

ফাঁসিতেই ঝুলতে হবে জেনে নিজামীর চোখে জল!

গাজীপুর : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া নিজামী আপিল বিভাগে রিভিউ খারিজের বিষয়টি রেডিও'র শুনে জানতে পেরেছেন।  গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় রেডিও'র মাধ্যমে এ খবর জানতে পারেন তিনি।  

এ খবর জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।  এর আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেয়া নিজামীর মৃত্যুদণ্ডাদেশের ব্যাপারে রিভিউ করেন নিজামীর আইনজীবীরা।
 
কারা সূত্র জানায়, নিজামীর রিভিউর রায় ঘোষণাকে কেন্দ্র করে সকালেই কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়।  আগত দর্শনার্থীদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।

আপিল বিভাগে নিজামীর রিভিউ খারিজের পর দুপুরে রেডিও'র মাধ্যমে তার মৃত্যুদণ্ডাদেশ বহালের খবর জানতে পারেন।  এসময় তাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল বলে জানান কারাগারের এক কর্মকর্তা।  এ সময় তাকে চোখ মুছতে দেখা গেছে।

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর থেকেই কাশিমপুর কারাগারের পার্ট-২ এর ৪০নং কনডেম সেলে বন্দি নিজামী।

বৃহস্পতিবার সকালে নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। এ রায়ের মধ্যদিয়ে শেষ হলো মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর সর্বোচ্চ নেতা নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার আইনি লড়াই।

এখন কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন তিনি।  প্রাণভিক্ষা না চাইলে মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।  আইন অনুসারে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় নিজামীর ফাঁসির রায় কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ।

নিজামীকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং হত্যা-গণহত্যা ও পাশবিক নির্যাতনসহ আটটি মানবতাবিরোধী অপরাধের মধ্যে চারটিতে ফাঁসি ও চারটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।

এর মধ্যে তিনটিতে ফাঁসি ও দু’টিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।  অন্য তিনটিতে চূড়ান্ত রায়ে দণ্ড থেকে খালাস পান নিজামী, যার মধ্যে একটিতে ফাঁসি ও দু’টিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছিল।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে