বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৭:৩১

পানি পান করে গাজীপুরে অসুস্থ পাঁচ শতাধিক শ্রমিক

পানি পান করে গাজীপুরে অসুস্থ পাঁচ শতাধিক শ্রমিক

মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি : পানি পান করে গাজীপুরে অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ শতাধিক শ্রমিক।  কোণাবাড়ি শিল্প এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানায় সরবরাহ করা পানি পান করে তারা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের শরীফ জেনারেল হসপিটাল, কোণাবাড়ি ক্লিনিক ও হক জেনারেল হসপিটাল, কোণাবাড়ি পপুলার হসপিটালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।  গুরুতর অসুস্থ বেশ কয়েকজন শ্রমিককে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কারখানায় সরবরাহ করা পানি পান করে কয়েকজন শ্রমিক বমি, মাথা ঘোরানো ও পেটে ব্যথা অনুভব করতে থাকে।  পরে তাদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।  এরপর একে একে শ্রমিকরা অসুস্থ হতে থাকে।  দুপুর দেড়টা পর্যন্ত ওই কারখানার ৫ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

কোণাবাড়ি শরীফ হাসপাতালের পরিচালক ডা. শরীফ আহমেদ জানান, পানি পান করেই কারখানার শ্রমিকরা অসুস্থ হয়নি।  অতিরিক্ত গরম ও আতঙ্কে অনেকে অসুস্থ হয়ে পড়ে।

এ অবস্থায় কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।  শ্রমিকদের সুচিকিৎসার দাবিতে দুপুর একটার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে