মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪১:১৭

বোন হত্যায় ভাইয়ের ফাঁসি

বোন হত্যায় ভাইয়ের ফাঁসি

গাজীপুর : গাজীপুরে বোনকে হত্যার দায়ে ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  মঙ্গলবার সকালে গাজীপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ একেএম এনামুল হকের আদালত এ রায় প্রদান করেন।  একইসঙ্গে রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারিছ উদ্দিন জানান, শ্রীপুরের বরমী মধ্যপাড়া এলাকার মো. আজাদের স্ত্রী ফারজানা আক্তার নার্গিস ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।  ২০১২ সালের ৪ মার্চ নার্গিসের পিতা নুরুল ইসলাম সন্তান প্রসবের জন্য মেয়েকে একই গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন।

জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই বছরের ৫ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে ভাই জহিরুল ইসলাম কালু তার বোন নার্গিসের কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে।

এ ব্যাপারে নিহতের স্বামী আজাদ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা  মামলা দায়ের করেন।  তদন্ত শেষে একই বছরের ১ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ। আসামি পক্ষে ছিলেন মো. সাহাবুদ্দিন মোড়ল।

নিহত নার্গিসের স্বামী  মো. আজাদ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সম্পত্তির লোভেই আমার স্ত্রীকে জবাই করে হত্যা করেন তিনি।  তার নির্মমতায় রেহাই পায়নি গর্ভের সন্তানও।

আর কেউ যেন এমন নিষ্ঠুরভাবে খুন না হয় তার জন্য ঘাতকের অবিলম্বে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে