গোপালগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিবছরের মতো এ বছরও মেজবানের আয়োজন করা হয়েছে। ৩৮ হাজার লোকের জন্য আয়োজিত মেজবানে রান্না করা হবে ১০০ মণ গরুর মাংস, ২ হাজার মুরগি ও সাড়ে ৫ হাজার কেজি চাল।
টুঙ্গিপাড়া উপজেলার শেখ মুজিবুর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে মুসলমানদের মধ্যে ও বালাডাঙ্গা স্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সোমবার এ মেজবানের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামের বিখ্যাত বাবুর্চি আলহাজ মোহাম্মদ হোসেনের নেতৃত্বে বয়, বেয়ারাসহ ২৬০ জনের একটি দল টুঙ্গিপাড়া পৌঁছে গেছেন। এরই মধ্যে গরু, মুরগি, চালসহ যাবতীয় উপকরণ মজুদ রাখা হয়েছে। বানানো হয়েছে বিশালাকৃতির প্যান্ডেল।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিবছরের মতো এ বছরও মেজবানের আয়োজন করা হয়েছে। ১৯৯০ সাল থেকে মেজবানি প্রথা চালু হয়।
১৫ আগস্ট সোমবার দুপুর ১২টা থেকে এ মেজবান শুরু হবে। আয়োজনে সহযোগিতা করতে চট্টগ্রাম থেকে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার টুঙ্গিপাড়ায় পৌঁছবেন।
মেজবানের প্রধান বাবুর্চি মোহাম্মদ হোসেন জানান, মুসলমানদের জন্য গরুর মাংস, সনাতন ধর্মাবলম্বীদের জন্য মুরগির মাংসের ব্যবস্থা করা হয়েছে। সাথে থাকছে সাদা ভাত।
মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব মো. ওসমান গনি গণমাধ্যমকে জানান, মেজবান সম্পন্ন করতে গরু, মুরগি, চালসহ যাবতীয় উপকরণ মজুদ রাখা হয়েছে। বিশালাকৃতির তিনটি প্যান্ডেলও প্রস্তুত।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করা হয়েছে। দপ্তর থেকে এ বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে।
১৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম