শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭:২৪

দল থেকে পদত্যাগ আ.লীগ-যুবলীগের তিন নেতার

দল থেকে পদত্যাগ আ.লীগ-যুবলীগের তিন নেতার

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের  নেতা পদত্যাগ করেছেন। আজ শনিবার (১০ জানুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব ও ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের নিজ বাড়িতে পৃথক সংবাদ সম্মেলন করে দল থেকে  পদত্যাগ করেন তাঁরা।

পদত্যাগ করা নেতারা হলেন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহা, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাস ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী শেখ।

টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলাম।

তবে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কার্যক্রমের সঙ্গে আর যুক্ত থাকব না।

অপরদিকে, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাসে বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগকারী অপর দুই নেতা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে আমাদের অজান্তে কে বা কারা পদে রেখেছিল তা জানি না। কারণ আমরা কখনও আওয়ামী লীগের রাজনীতি করতাম না।

তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। আগামীতেও কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হবো না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে