রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৯:৫৭

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৮ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন- মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আয়ুব আলী শেখ, সহসভাপতি আহাদ মোল্যা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ, প্রচার সম্পাদক আকবর শেখ, সাংস্কৃতিক সম্পাদক দুলাল শেখ, সদস্য রাজু শেখ, সাজ্জাদ শেখ ও ইমরান কাজী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. বিল্লাল শরীফ জানান, মুকসুদপুর পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্বরত ছিলাম। ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি।

আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে