 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সুপ্রিয়া গাইন (১৮) নামে এক কলেজছাত্রীকে হত্যা করে বখাটেরা তার লাশ আমগাছে ঝুলিয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
রোববার ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
এ ঘটনায় হরষিৎ বল্লভ (১৮) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
 
সুপ্রিয়া কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের বিশ্বেশ্বর গাইনের মেয়ে।  তিনি কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
 
কলেজছাত্রীর মা নয়ন গাইন বলেন, কলেজে যাওয়া-আসার সময় মেয়েকে প্রেম নিবেদন করতো অশোক বল্লভ।  আমার মেয়ে তা প্রত্যাখ্যান করলে সে ক্ষিপ্ত হয়।
 
তিনি বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমার মেয়ে ঘরে ঘুমিয়েছিল।  রাত ৩টার দিকে দেখি আমার মেয়ে বিছানায় নেই।  খোঁজাখুঁজি করে দেখি সুপ্রিয়ার লাশ আমাদের মাছের ঘেরের পাড়ে আম গাছে ঝুলছে।'
 
নয়ন গাইন বলেন, বখাটে অশোক বল্লভের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার মেয়েকে ঘর থেকে ধরে নিয়ে হত্যা করে লাশ আম গাছের ডালে ঝুলিয়ে রাখে।'
 
কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক বলেন, ময়নাতদন্তের পর কলেজছাত্রীর মৃত্যুর রহস্য জানা যাবে।  এ ঘটনায় হরষিৎ বল্লভ নামে এক যুবককে আটক করা হয়েছে।
১৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম