নিউজ ডেস্ক : অষ্টম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মঙ্গলবার দুপর ১২ টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় আওয়ামী লীগের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধি সৌধের বেদীতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
পরে বাদ জোহর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২-২৩ অক্টোবর দলের ২০তম কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে পুনরায় দলের সভাপতি নির্বাচিত হন। এ নিয়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা উপমহাদেশের অন্যতম পুরানো রাজনৈতিক দলের ৮ম বারের মতো সভাপতি নির্বাচিত হন। একই কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।
৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি