 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
গোপালগঞ্জ : গোপালগঞ্জে ইদুর মারা ফাঁদে জড়িয়ে কবির হোসেন(৩০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামে। নিহত কবির শেখ বোড়াশি গ্রামের ছেকন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একই গ্রামের হায়দার শেখসহ অন্যান্যরা তাদের ধানের বীজ তলায় ইঁদুর ঠেকাতে বিদ্যুতের  তাঁর দিয়ে চারিপাশে বেড়া দিয়ে রাখেন। এ সময় কবির শেখ মাছ ধরে  জমির আইলের পাশ দিয়ে বাড়ি ফেরার সময়  বিদ্যুতের  ওই তারে  জড়িয়ে পড়ে। ফলে  ঘটনা স্থলেই তার মুত্যু হয়। পরে পরিবারের লোকজন অনেক খুঁজাখুজির পর লাশ পড়ে থাকতে দেখে।
০৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম