সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬, ০৮:৫৭:৩৪

বিএনপির অযৌক্তিক কোনো দাবি গ্রহণ করা হবে না : নৌমন্ত্রী

বিএনপির অযৌক্তিক কোনো দাবি গ্রহণ করা হবে না : নৌমন্ত্রী

গোপালগঞ্জ থেকে : নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির অযৌক্তিক কোনো দাবি গ্রহণ করা হবে না, আবার ভালো কোনো পরামর্শ উপেক্ষাও করা হবে না। তবে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি রাষ্ট্রপতির সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি

সোমবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাটিয়াপাড়া মুক্ত দিবসের আলোচনা সভার প্রাককালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ইতিমধ্যে তিনি নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা শুরু করেছেন। রবিবার বিএনপির সাথে আলোচনার মধ্যে দিয়ে এ কাজটি রাষ্ট্রপতি শুরু করেছেন বলে জানান শাহজাহান খান এমপি।

তিনি আরো বলেন, বিএনপি লতিফুর রহমানকে প্রধান উপদেষ্টা করে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল, তারা তাদের (বিএনপি) হয়ে কাজ করেছেন। তাই বিএনপি মনে করে তাদের দাবিগুলো গ্রহণ করা পূর্বের মতো একটা নির্বাচন করতে পারবে।

মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত না হওয়া প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, যে সব মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি, তাদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আগামী ৭ জানুয়ারি থেকে উপজেলা ভিত্তিক যাচাই-বাছাই শুরু হবে। যাচাই-বাছাই করে ভুয়াদের বাদ দেওয়া হবে এবং বাদ পড়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট ইসমত কাদির গামা, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইডি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী ইমদাদুল হক।  

১৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে