গোপালগঞ্জ : ধর্ম প্রতিমন্ত্রীদুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আমি নিজে কোনও দুর্নীতি করবো না, অন্য কাউকে দুর্নীতি করতেও দেবো না। এ বিষয়ে অন্য মন্ত্রণালয় থেকে ধর্ম মন্ত্রণালয় বেশি স্বচ্ছ থাকবে।’
শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় হজ পালনকারীরা যাতে কোনও ধরনের সমস্যায় না পড়েন তার সব ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমি হাজীদের চোখের পানি দেখতে চাই না। আমার মন্ত্রণালয়ের কোনও অনিয়ম মেনে নেওয়া হবে না। কথা নয়, কাজ দিয়েই তা প্রমাণ করবো।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে কোটালীপাড়া শেখ রাসেল কলেজের শিক্ষকরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি টুঙ্গিপাড়ায় গওহরডাঙ্গা মাদ্রাসায় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সদর সাব হুজুর শামছুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন।
তিনি এই দুই মহান ব্যক্তির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের কাজ শুরু করেন বলে জানান।