সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯:২০

গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, আহত ওসিসহ ২০ জন

গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, আহত ওসিসহ ২০ জন

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি ও পাটগাতি সরদার পাড়া গ্রামের মধ্যে সালিশ বৈঠক নিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর এলাকার মাল্টিপারপাস মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, গত ১২ সেপ্টেম্বর পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রি নিয়ে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদার পাড়া গ্রামের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার মীমাংসা করার জন্য রোববার সন্ধ্যায় স্থানীয়রা সালিশ বৈঠক ডাকেন। এসময় শ্রীরামকান্দির লোকজন সালিশের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে আমিসহ ৪ পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপির মিছিলে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। তবে বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে