 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বুধবার মোটরসাইকেল দু'র্ঘটনায় অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহ'ত হয়েছেন। চ'লন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে এ দু'র্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহ'ত অমিত শেখ একই এলাকার কুদ্দুস শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন অমিত। পথে রঘুনাথপুর এলাকায় চ'লন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গু'রুতর আহ'ত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উ'দ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনগত রাতেই অমিতকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃ'ত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহ'তের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।