 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামী বিদেশ থেকে ঠিকমতো টাকা না পাঠানোয় সন্তানদের সামনে নদীতে ঝাঁপ দিয়ে আফরোজা খানম (২৩) নামে এক নারী নি'খোঁ'জ হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখ লুৎফর রহমান সেতুতে এ ঘটনা ঘটে।
আফরোজা খানম গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সোনারগাতী গ্রামের প্রবাসী অলিউর জামানের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা থেকে দুই সন্তান নিয়ে সেতুর ওপর নামেন ওই নারী। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্তানদের কাছে তার মোবাইল ও ব্যাগ রেখে নদীতে ঝাঁপ দেন।
ওই সময় তার সন্তানদের চিৎ'কারে স্থানীয়রা এগিয়ে এসে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। আফরোজার ভাই মোহাম্মদ উল্লাহ জানান, তার স্বামী বিদেশ থেকে ঠিকমতো টাকা পাঠাতেন না। এ নিয়ে তাদের মধ্যে ক'ল'হ লেগে থাকতো। ধারণা করা হচ্ছে এরই জে'রে তার বোন আ'ত্মহ'ত্যা করতে নদীতে ঝাঁ'প দিয়েছেন।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরকার শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দীর্ঘ সময় ধরে খোঁ'জাখুঁ'জি করেছি। সন্ধ্যা পর্যন্ত তার স'ন্ধা'ন মেলেনি। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, নদীতে নি'খোঁ'জ আফরোজা খানমের খোঁ'জ পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো মা'মলা হয়নি।