 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
করোনার ভয়াল ছোবল যেন থামানোই যাচ্ছে না। মৃত্যুর সংখ্যা দিনকে দিন যেন বেড়েই চলছে। আর এ মৃত্যুর প্রধান কারণ হচ্ছে অক্সিজেনের অভাব। সারা দেশে যখন এমন চিত্র তখন ব্যতিক্রম গোপালগঞ্জের কোটালীপাড়া। এখানে ফোন করলেই বিনামূল্যে মিলছে অক্সিজেন সেবা। বেশ কয়টি সামাজিক ও রাজনৈতিক সংগঠন করোনা রোগীদের এই বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে।
এ সংগঠনগুলোর মধ্যে জ্ঞানের আলো পাঠাগার ও টিম গেরিলার মতো সামাজিক সংগঠন অন্যতম। অপরদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনের সমন্বয়ে শেখ রাসেল অক্সিজেন সেবা টিম মাঠে কাজ করছে। এসব সংগঠনকে ফোন করলেই এদের টিম করোনা রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছেন। রোগী সুস্থ হওয়ার পরে সংগঠনগুলো তাদের অক্সিজেন সিলিন্ডার ফিরিয়ে নিয়ে আসছেন। প্রতিটি টিমেই প্রশিক্ষিত যুবকরা কাজ করছেন বলে জানিয়েছে সংগঠনগুলো। এ সংগঠনগুলোর কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল বলেন, কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের আমার আত্মীয় ইস্রাসি শেখ (৪৭) ও তার স্ত্রী পান্না বেগম (৪০) করোনায় আক্রান্ত।
শনিবার সকালে পান্না বেগমের শ্বাসকষ্ট শুরু হয়। আমরা তখন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করি। চিকিৎসক পান্না বেগমের অক্সিজেন লেভেল মেপে অক্সিজেন দিতে বলেন। আমরা তখন জ্ঞানের আলো পাঠাগারের টিম লাইফ সাপোর্টের সাথে যোগাযোগ করি। সঙ্গে সঙ্গে তারা রোগীর বাড়িতে এসে অক্সিজেন লাগিয়ে দিয়ে যায়। বিনিময়ে তারা আমাদের কাজ থেকে কোনো প্রকার টাকা পয়সা নেয়নি।