রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১০:০৬:০১

যে উপজেলার সবকটিতেই নৌকার জয়

যে উপজেলার সবকটিতেই নৌকার জয়

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট হয়। এরই মধ্যে শেষ হয়েছে ভোটগ্রহণ। এখন গণনা চলছে। এছাড়া প্রিজাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আমাদের মোট ভোটকেন্দ্র ছিল ৯ হাজার ২২৪টি। সেই হিসেবে স্থগিত ভোট কেন্দ্রের হার .০১৬ শতাংশ।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতটিতেই নৌকা জয়ী হয়েছে। আজ রবিবার সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা যায়। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সাদুল্লাপুর ইউনিয়নে সমর চাঁদ মৃধা খোকন, বান্ধাবাড়ী ইউনিয়নে মিজানুর রহমান মানিক, রাধাগঞ্জ ইউনিয়নে ভীম চন্দ্র বাগচী, শুয়াগ্রাম ইউনিয়নে যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, পিঞ্জুরী ইউনিয়নে আমিনুজ্জামান খান মিলন নির্বাচিত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে