গোপালগঞ্জ : ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা দিয়েছে গোপালগঞ্জ জেলার রামদিয়া পরীক্ষাকেন্দ্রের দুটি কক্ষের পরীক্ষার্থীরা। ৭৯ পরীক্ষার্থীর পাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সংবাদমাধ্যমে এ খবর জানা গেছে।
সোমবার পরীক্ষার প্রথমদিন ওই কেন্দ্রের দুটি কক্ষে ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্নপত্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা দেয় ২০১৬ সালের সিলেবাসের পরীক্ষার্থীরা।
এ অবস্থায় পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ায় এবং ভালো পরীক্ষা দিতে না পেরে ভেঙে পড়েছে পরীক্ষার্থীরা। ওই দুই কক্ষের ৭৯ জন পরীক্ষার্থী এরকম প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।
ওই কেন্দ্রের পরীক্ষার্থী সিতারামপুর এমএইচ উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুমি খানম সংবাদমাধ্যমকে জানায়, ভালো রেজাল্ট করবে সে আশা ছিল তার। কিন্তু প্রশ্ন কমন না পড়ায় এখন পাস করা নিয়েই দুশ্চিন্তা। এ বিষয়ে কর্তব্যরত শিক্ষককে জানালেও তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা বলেননি।
ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রসচিব মো. জয়নদ্দিন বলেন, পরীক্ষা কেন্দ্রের ২৪১ ও ২৪২নং কক্ষে এ সমস্যা হয়েছে। প্রশ্নপত্র সর্টিং করার সময় ঘটনাটি ঘটেছে।
তিনি বলেন, পরীক্ষার্থীরা যখন অভিযোগ করেছিল তখন কক্ষের শিক্ষকের উচিত ছিল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। য়ারা কর্তব্যে অবহেলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। -বাংলামেইল
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর