সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫০:৪৩

স্কুলে হঠাৎ অসুস্থ ১৭ ছাত্রী

স্কুলে হঠাৎ অসুস্থ ১৭ ছাত্রী

গোপালগঞ্জ : স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে স্কুলের ১৭ ছাত্রী।  ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে।  গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত তারা হাসপাতালে ভর্তি হয়েছে।  এদের মধ্যে ৯ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ অবস্থায় লিজা, পূজা, বিথি, অন্তি, খদিজা, জ্যোৎস্না, সুমাইয়া, ডলি, রিমাকে গোপালগঞ্জ সদর হাসপালে চিকিৎসা দেয়া হচ্ছে।  আক্রান্তরা সবাই সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বেদগ্রাম হাজী নাদের আলি ছাদের আলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  এ ঘটনার পর স্কুল ছুটি দেয়া হয়েছে।

স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী খাদিজা খানম তিথি ক্লাস চলাকালে মাথা ব্যথা ও বমি বমি বমি ভাবের কথা বলে অসুস্থ হয়ে পড়ে। তার দেখাদেখি ক্লাসের আররো ১৭ ছাত্রী একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে।  তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা ছাত্রীদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিত কুমার মল্লিকের নেতৃত্বে একটি মেডিকেল টিম আক্রান্ত স্কুলে গিয়ে অন্য শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সে জন্য প্রাথমিক চিকিৎসা শুরু করেন।

স্কুলের প্রধান শিক্ষক খোন্দকার হাসিনা বলেন, প্রথমে খাদিজা নামের সপ্তম শ্রেণির মেয়েটি নানা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে।  পরে একে একে আরো বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।  এ অবস্থায় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স খবর দেই এবং তাদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামূল হুদা জানান, খবর পেয়ে তারা স্কুলের অসুস্থ ছাত্রীদের নিয়ে হাসপাতালে যান।

গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিত কুমার মল্লিক বলেন, এটি কোনো মারাত্মক রোগ নয়।  এ রোগকে মাস-হিস্টিরিয়া রোগ বলা হয়।  বিশ্রাম নিলে এ রোগ ঠিক হয়ে যাবে।  সাধারণত এ বয়সের মেয়েরা মানসিকভাবে দুর্বল থাকে।  তাই এমনটি হতে পারে।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে