 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির এক নেতাকে ফুলের মালা পরানোয় আলোচনার মুখে পড়া শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) তাকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্যা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানকে গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন পরিদর্শক সুরুজ উদ্দিন। ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এর আগেও বিতর্কে জড়ান সুরুজ উদ্দিন। ২০২৩ সালের ১৫ জুন পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত অবস্থায় এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে অর্থ আদায় এবং চার আসামিকে নির্যাতনের অভিযোগে তিনি সাময়িক বরখাস্ত হন। পরে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘সুরুজ উদ্দিনকে গোপালগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে আমরা ওই আদেশের কপি পেয়েছি। এরপর তিনি শরীয়তপুর থেকে গোপালগঞ্জে চলে গেছেন।’