এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ পরবর্তী সহিংসতায় ৫ জন নিহত হয়েছে। প্রথম চার মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, শনিবার (১৯ জুলাই) করা প্রতি মামলাতেই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অজ্ঞাত এক হাজার ৪০০ থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। চার মামলায় মোট আসামি ছয় হাজার।
আরও একটি হত্যা মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার এসআই আইয়ুব হোসেন বাদী হয়ে রমজান কাজী (১৭) হত্যা মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, গত বুধবার দুপুরে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ শেষে মাদারীপুরগামী গাড়িবহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যরা হামলা চালায়। এ সময় রমজান কাজী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একইভাবে দীপ্ত সাহা (২৭), সোহেল রানা মোল্লা (৩০) ও ইমন তালুকদার (১৭) হত্যার মামলায়ও একই সংখ্যক আসামি করা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক রমজান মুন্সীর (৩২) মৃত্যু হয়। তার মৃত্যুর ঘটনায় আলাদা মামলা করা হবে। নিহত চারজনের ময়নাতদন্ত না করা হলেও পুলিশ জানিয়েছে, শিগগিরই তা করা হবে। তবে দীপ্ত সাহার দেহ দাহ করায় তার ময়নাতদন্ত সম্ভব নয়।
এনসিপির সমাবেশ শেষে গাড়িবহরে হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে আক্রমণকারীরা তাদের ওপর গুলি চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। লঞ্চঘাট ও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনায় স্থানীয়রা নিহতদের হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ বলেছ, তদন্ত চলমান রয়েছে এবং আসামিদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।