গোলাপগঞ্জ : ইসলাম ও পবিত্র কোরআনের আলোকে দেশকে পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী।
পাশাপাশি এ কাজে বর্তমান সরকারকে সহযোগিতা করতে আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সিলেটের গোলাপগঞ্জে মার্ভেলাস টাওয়ার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আল্লামা শফী বলেন, ইসলামের জন্য সবাইকে মেহনত করতে হবে। ইমান ও আকিদার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব।
এসময় তিনি ইসলামী আন্দোলনের মাধ্যমে দুনিয়া ও আখেরাত জয় করা সম্ভব। সমগ্র দেশে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই, শিরকী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান।
ইসলামী নির্দেশ মতে এ দেশের মানুষ চলাফেরা করলে সমগ্র দেশ সুশৃঙ্খল হয়ে চলবে। বাংলাদেশসহ বিশ্বে ইসলাম প্রচার করা ওলামাদের নৈতিক দায়িত্ব। মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম প্রচার ও ইসলামের মেহনত করার জন্য সব ধর্মপ্রাণ মুসল্লির প্রতি আহবান জানান তিনি।
গোলাপগঞ্জ উপজেলা সদরের মার্ভেলাস টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা হিলাল উদ্দিন আহমদ।
হাফিজ মাওলানা আব্দুল আহাদ ও মার্ভেলাস টাওয়ারের পরিচালক নুরুল হুদার যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফফার, মার্ভেলাস টাওয়ারের অন্যতম পরিচালক সামছুল হুদা, হেফাজতের অন্যতম নেতা মাওলানা ইকবাল হোসাইন, সাংবাদিক সুহেদুর রহমান সুহেদ, মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, সহ-সভাপতি হারিছ আলী, অর্থ সম্পাদক জালাল আহমদ চৌধুরী, সাংবাদিক জাহিদুল ইসলাম, এমরান আহমদ, কেএম আব্দুল্লাহ ও আল আমিন, ক্বারী ছৈয়িদ আহমদ প্রমুখ।
২৮ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম