বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২২:০৭

ভুল করার পর ক্ষমা লাভের দোয়া

ভুল করার পর ক্ষমা লাভের দোয়া

ইসলাম ডেস্ক: চলার পথে আমরা প্রতিনিয়তই কোন না কোন ভুল করছি। কেউ জেনে ভুল করে আবার কেউ না জেনেই মহা অন্যায় করে থাকে। তবে ভুল করার পর যদি আপনি বুঝতে পারেন যে, কাজটি আসলেই আপনার ভুল বা অন্যায় হয়েছে। তাহলে সাথে সাথেই মহান আল্লাহ তায়ালার নিকট ক্ষমা চান। তবে এই ক্ষেত্রে একটি দোয়া পাঠ করে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাওয়া উত্তম।

ভুলভ্রান্তিবশত কোনো কাজ হয়ে গেলে তা থেকে ক্ষমা প্রাথর্না করার দোয়া-
‘রাব্বানা লা তুয়াখিদনা ইন্নাসিনা আ-আখতানা। রাব্বানা ওয়া লা তাহমিল, আলাইনা ইসরান কামা হামালতাহু। আলাল লাডহিনা মিন কাবলিনা রাব্বানা ওয়া লা তুহামলিনা মা লাতাকাতা লানা বিহি। ওয়া ফু আন্না ওয়াহফির লানা ওয়ারামনা। আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন।’ (আরবি উচ্চারণ বাংলায় রুপান্তরে অশুদ্ধ হলে ক্ষমা করবেন, মূল দোয়াটি চিত্রে দেখুন)।

অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদের অপরাধী কোরোনা। হে আমাদের প্রতিপালক আমাদের পুর্ববর্তিগনের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ কোরোনা। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ কোরোনা যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন কর, আমাদের ক্ষমা কর, আমাদের প্রতি দয়া কর, তুমি আমাদের অভিভাবক। অতএব সত্য প্রত্যাখ্যানকারী  সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের জয়যুক্ত কর।’    [ সুরা বাকারা, আয়াত- ২৮৬]
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে