বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১১:৪২

ফেরেশতারা গোনাহ ও সওয়াব লিখেন যেভাবে

ফেরেশতারা  গোনাহ ও সওয়াব লিখেন যেভাবে

ইসলাম ডেস্ক: আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। কিন্তু অনেক সময় আমরা আল্লাহ তায়ালার ইবাদাত না করে কিছু ভালো অথবা বাজে কাজে নিজেদের জড়িয়ে দেই। তখন আল্লাহ তায়ালার নির্দেষে ফেরেশতারা সেই অনুযায়ি যথাক্রমে সওয়াব এবং গোনাহ লিখে থাকেন। কিন্তু আপনি মুসলমান হিসেবে জানেন কি, ফেরেশতারা ঠিক কিভাবে আপনার সওয়াব বা গোনাহ লিখে থাকেন?

এ বিষয়ে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে-

০১. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোন পাপ করার ইচ্ছা করে, তখন তোমরা তা লিখ না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখ। আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে, তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখ। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তার জন্য তা নেকি হিসেবে লিখ। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লিখ”। (বুখারি ও মুসলিম)।


০২. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহ বলেন, আমার বান্দা যখন নেকি করার ইচ্ছা করে আমি তার জন্য একটি নেকি লিখি যতক্ষণ সে না করে, যখন সে করে আমি তার দশগুণ লিখি। আর যখন সে পাপ করার ইচ্ছা করে আমি তার জন্য তা ক্ষমা করি যতক্ষণ সে না করে, অতঃপর যখন সে তা করে তখন আমি তার সমান লিখি”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “ফেরেশতারা বলে ; হে আমার রব আপনার এ বান্দা পাপ করার ইচ্ছা করে, -যদিও আল্লাহ তাকে বেশী জানেন- তিনি বলেন, তাকে পর্যবেক্ষণ কর যদি সে করে তার জন্য সমান পাপ লিখ, যদি সে ত্যাগ করে তার জন্য তা নেকি লিখ, কারণ আমার জন্যই সে তা ত্যাগ করেছে। (মুসলিম শরীফ)।

পরিশেষে, উপরোক্ত হাদিসে আমল করে আমাদের যেন আল্লাহ তায়ালা তার নৈকট্য অর্জনের তাওফিক দান করেন। আমিন।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে