বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ০৬:১৭:১৭

আমল না করার ভয়াবহ পরিণতি

আমল না করার ভয়াবহ পরিণতি

ইসলাম ডেস্ক: ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহ তায়ালার রাজী খুশির জন্য আল্লাহ তায়ালার নির্দেষ অনুযায়ি বিভিন্ন ফরয আমলের পাশাপাশি অনেক সুন্নত ও নফল আমলও করে থাকেন। ইসলাম ধর্মে আমলের গুরুত্ব অপরাসীম। যারা নিয়মিত আমল করবে না, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিভিন্ন শাস্তি। এ প্রসঙ্গে হাদিসে নববি থেকে একটি হাদিস তুলে ধরা হলো-

হাদিসে এসেছে,
عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمِ يُجَاءُ بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِى النَّارِ فَتَنْدَلِقُ بِهِ أَقْتَابُهُ فَيَدُورُ بِهَا فِى النَّارِ كَمَا يَدُورُ الْحِمَارُ بِرَحَاهُ فَيُطِيفُ بِهِ أَهْلُ النَّارِ فَيَقُولُونَ يَا فُلاَنُ مَا لَكَ مَا أَصَابَكَ أَلَمْ تَكُنْ تَأْمُرُنَا بِالْمَعْرُوفِ وَتَنْهَانَا عَنِ الْمُنْكَرِ فَقَالَ كُنْتُ آمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلاَ آتِيهِ وَأَنْهَاكُمْ عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ.
ওসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাাইহি ওয়া সাল্লাম বলেছেন, এক ব্যক্তিকে ক্বিয়ামতের দিন নিয়ে আসা হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এতে করে তার নাড়িভুঁড়ি বের হয়ে যাবে। আর সে তা নিয়ে ঘুরতে থাকবে যেমনভাবে গাধা আটা পিষা জাঁতার সাথে ঘুরতে থাকে। জাহান্নামিরা তার নিকট একত্রিত হয়ে তাকে জিজ্ঞেস করবে, আপনি কি আমাদের ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করতেন না? সে বলবে, হ্যাঁ। আমি তোমাদের ভালো কাজের আদেশ করতাম, কিন্তু নিজে করতাম না। আর খারাপ কাজের নিষেধ করতাম কিন্তু নিজেই তা করতাম। (বুখারি)

হাদিসের শিক্ষা:
আমলবিহীন ইলম কিয়ামতের দিন বড় শাস্তির কারণ হবে। প্রবাদে রয়েছে যে, ‘আমলবিহীন ব্যক্তি ফলবিহীন বৃক্ষের ন্যায়’। সুতরাং মানুষের উচিত দৈনন্দিন জীবনে ইসলামের বিধি-বিধান জানার সঙ্গে সঙ্গে মানার মানসিকতা তৈরি করা। এ জন্য আল্লাহ জ্ঞানার্জনের প্রতি মানুষকে উৎসাহিত করেছেন, কেননা মানুষ ইলম অর্জন করবে, সে অনুযায়ী আমল করবে এবং নিজেদের মাঝে ইলম প্রচার করবে। এটাই ঈমান এবং ইসলামের দাবি।
১ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে