বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ০৬:২৫:১১

চেহারা সুন্দর রাখতে আয়নায় নিজেকে দেখার পর এই দোয়াটি পড়ুন

চেহারা সুন্দর রাখতে আয়নায় নিজেকে দেখার পর এই দোয়াটি পড়ুন

ইসলাম ডেস্ক: ইসলাম এমন একটি ধর্ম, যার পরোতে পরোতে রয়েছে শৃঙ্খলা। যা মানুষকে আগামীদিনের পথ চলতে সাহায্য করে। আল্লাহ তায়ালার সৃষ্টিকূলের সেরা আশরাফুল মাকলুকাত খ্যাত মানুষ। আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর থেকে সুন্দরতম অবয়ব দিয়ে। তাই আমরা যখন নিজের চেহারা আয়না দেখি, তখন আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আয়নায় নিজের চেহারা দেখে নিচের ছোট্ট দোয়াটি প্রত্যেক মুসলমান নর-নারীকে পড়া উচিত।

দোয়াটি:
উচ্চারণ- আল্লাহুম্মা হাসসানতা খালক্বি, ফাআহসিন খুলুক্বি।

অর্থ- হে আল্লাহ! আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন। (মুসনাদে আহমদ মিশকাত)

প্রত্যেক বান্দার উচিত কুরআন হাদিসের শিখানো দোয়ার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।
১ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে