সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৪:২৭:১৯

তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম

তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম

ইসলাম ডেস্ক: দুনিয়াতে যারা ভালো কাজ করবে, আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে পুরস্কার। তবে এমন অনেক মানুষ রয়েছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, এমনকি তাহাজ্জুদ সালাত আদায় করে কিন্তু তার অধীনস্থ মেয়ে, বোন বা স্ত্রী কি করছে, কোথায় চলছে, কি পোশাক পড়ছে, কাদের সাথে মিশছে সে বিষয়ে কোন খোঁজ খবর নেই। এমন ব্যক্তির পরিণাম সম্পর্কে রাসূল (সা।) কঠোরভাবে সতর্ক করে বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করা হয়েছে,

১) যে মদ তৈরি করে
২) যে ব্যক্তি মাতা-পিতার নাফরমানী তথা অবাধ্য আচরণ করে এবং
৩) ঐ চরিত্রহীন ব্যক্তি (দাইয়ুস) যে নিজ স্ত্রীকে অশ্লীলতা ও ব্যভিচার করতে সুযোগ দেয়। (মুসনাদে আহমাদ)

সুতরাং দাইয়ুছ ঐ ব্যক্তিকে বলে যে তার স্ত্রী পরিবারের অন্য সদস্যরা অশ্লীল কাজ বা ব্যভিচার করলে সে ভাল মনে করে গ্রহণ করে অথবা প্রতিবাদ না করে চুপ থাকে। উপরের হাদিসটির ব্যাখ্যা ব্যাপক। এখানে মূল অর্থ হলো অশ্লীলতা। যে তার নিজ ঘরে ইসলামি অনুশাসনে শিথিলতা করে, মেয়েদের পর্দা করতে উৎসাহ দেয় না, আদেশ করে না এই রকম সব শরীয়াহ বিরোধী কাজকে মেনে নেয়-সেই হল দাইয়ুছ।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে