সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৪:৪৬:৫৮

শয়তান থেকে রক্ষা পাওয়ার ৬ আমল

শয়তান থেকে রক্ষা পাওয়ার ৬ আমল

ইসলাম ডেস্ক: শয়তান মানুষের চিরশত্রু। শয়তানের প্রলোভনে পড়ে মানুষ নিজেই ধ্বংস করে দেয় তার সুন্দর আত্ম-সামাজিক অবস্থান। শয়তানের কুপ্রভাব থেকে রক্ষা পেতে নিচের আমলগুলো করুন।

১. ঘরে অবস্থানরত লোকদেরকে সালাম দেয়া। আল্লাহ বলেন- ‘যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ যা আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র। (সূরা আন-নূর : আয়াত ৬১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে তা তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকত হবে। (তিরমিজি)।

২। ঘরে প্রবেশ করার সময় ‘বিসমিল্লাহি ওলাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা, ওয়া আ’লাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা’ এই দোয়া পাঠ করা (আবুদাউদ)। এছাড়া ঘরকে কুকুরের প্রবেশ থেকে হেফাজত করা- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ঘরে ছবি এবং কুকুর থাকে সেঘরে ফিরিশতা প্রবেশ করে না। (বুখারি)

৩. ঘরে সূরা আল-বাকারা তেলওয়াত করা-
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- সবকিছুরই একটি চুড়া থাকে আর কোরআনের চুড়াহল সূরা আল-বাক্বারা, শয়তান যখন সূরা আল-বাকারার তেলওয়াত শুনে তখন সে ঐ ঘর থেকে বের হয়ে যায়। যেখানে তা তেলওয়াত করা হয়। (মুসতাদরেকে হাকেম)
রাসূল (সা।) আরো বলেছেন- যখন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ করার সময় এবং খাবার খাওয়ার সময় দুআ’ পাঠ করে তখন শয়তান বলে আজ এখানে তোমাদের রাত্রিযাপন এবং নৈশ ভোজের কোন সুযোগ নেই। (মুসলিম)

৪. গান-বাজনা এবং গান-বাজনার সরঞ্জাম থেকে ঘরকে মুক্ত রাখা-  আল্লাহর জিকির যেমন শয়তানকে দূরে রাখে তেমনিভাবে গান এবং বাদ্যযন্ত্রের আওয়াজ রহমতের ফিরিশতাগণকে দূরে রাখে। আর ঘর থেকে যখন ফিরিশতা বের হয়ে যায় তখন সেখানে শয়তান তার রাজত্ব কায়েম করে। আল্লাহর বাণী- ‘তোর আহ্বানে তাদের মধ্যে যাকে পারিস তাকে সত্যচুত কর” । (সূরা বানী ইসরাঈল : আয়াত ৬৪) হজরত মুজাহিদ এই আয়াতের ব্যাপারে বলেছেন, গান-বাজনা হল শয়তানের আওয়াজ।

৬. ছবি এবং বিভিন্ন জীব জন্তুর মূর্তি থেকে ঘরকে পরিচ্ছন্ন রাখা- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ‘যে ঘরে মূর্তি বা ছবি থাকে সেখানে ফিরিশতা প্রবেশ করে না।’ (মুসলিম)
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে