সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৫:০৪:২৩

নেক সন্তান লাভের দোয়া

নেক সন্তান লাভের দোয়া

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালার অন্যতম নেয়ামত হলো সন্তান-সন্ততি। ভালো সন্তান মাতাপিতার মুখ উজ্জ্বল করে। আর বাজে সন্তানের জন্য পদে পদে মাতপিতাকে অপমানিত হতে হয়। তাই প্রত্যেক মানুষের উচিত আল্লাহ তা’আলার নিকট নেক সন্তানের কামনা করা।

দু’আটি হচ্ছে এই-
রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়্যাতান ত্বাইয়্যিবাতান, ইন্নাকা সামিউ’দ দুআ’ই (সূরা আল-ইমরান: আয়াত ৩৮)
অর্থাৎ হে আমাদের প্রভু! আপনার নিকট থেকে আমাকে পূত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা কবুলকারী।

সুতরাং আমরা সন্তান-সন্তুতি কামনায় দুনিয়ার কোনো মানুষের কাছে সন্তান কামনা করব না। কোনো অবৈধ ও অনৈসলামিক উপায় অবলম্বন না করে আল্লাহ ওপর ভরসা করে উক্ত দুআ’টি নিয়মিত পাঠ করি। আল্লাহ আমাদের নেক সন্তান দান করবেন।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে