সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৬:০৩:৫১

জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষার উপায়

জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষার উপায়

ইসলাম ডেস্ক: আল্লাহকে জানা ও মানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করা এবং যাঁরা কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোকে নিজেদের জীবন পরিচালনা করেন তাদের বক্তব্যকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা। এমটি নিউজের পাঠকদের জন্য তাওহিদের ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস তুলে ধরা হল-

ক. আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, কিয়ামতের দিনে জাহান্নামে শাস্তি প্রাপ্তদের মধ্য থেকে জনৈক ব্যক্তিকে বলা হবে তোমার কী মনে হয়, যদি ভূ-ভাগের উপরিস্থিত সবকিছু তোমার আয়ত্ত্বাধীন করে দেয়া হয়। তবে কী তুমি সবকিছুর বিনিময়ে জাহান্নাম থেকে নিস্কৃতি কামনা করবে? রাসূল (সা.) বলেন, তখন সে বলবে, হ্যাঁ অবশ্যই। আল্লাহ বলবেন, আমি (বরং) তোমার কাছে এর চেয়ে অধিক সহজ ও সস্তা (জিনিস) চেয়েছিলাম। আমি তোমার কাছ থেকে আদমের পৃষ্ঠদেশে অবস্থানকালীন সময়ে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এই মর্মে যে, তুমি আমার সঙ্গে কোনো কিছুকে শরিক বা অংশীদার সাব্যস্ত করবে না। (পরবর্তীতে তুমি তা অস্বীকার করলে এবং আমার সাথে শরীক সাব্যস্ত করলে।” (মুসনাদে আহমদ)

দুনিয়াতে সর্ব কাজে আল্লাহর দৃষ্টি ও  আল্লাহর শ্রবণ শক্তি রয়েছে এ বিশ্বাস থাকাই বাঞ্ছনীয়। অল্প আমলে নাজাত প্রাপ্তির যে পথ আল্লাহ উন্মুক্ত রেখেছেন তা পালনের মাধ্যমে আল্লাহ আমাদের পরকালে নাজাতের ফয়সালা করুন। আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিজেদর হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে বৃদ্ধি করে দিন। দ্বীনের ওপর অটল থাকার তাওফিক দান করুন। আমিন।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে