মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ১১:৩১:০০

মহানবী (সা.) এই ৭টি কাজ বিশেষভাবে করতে বলেছেন

মহানবী (সা.) এই ৭টি কাজ বিশেষভাবে করতে বলেছেন

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) উম্মতদের প্রতি যেমন নামাজ আদায়ের জন্য তাগিদ দিয়েছে, ঠিক তেমনি কিছু কাজ বিশেষভাবে বিশেষগুরুত্ব সহকারে করতে আদেশ দিয়েছেন। হযরত মুহাম্মদ (সা.) এর উম্মত হিসেবে তাই নবীজীর আদেশ দেয়া ওই সাতটি কাজ সম্পর্কে আমাদের অবশ্যই পালন করতে হবে। সঠিক সময়ে এবং নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি এই কাজগুলো বিশেষ গুরুত্ব দিয়ে করা উচিত ।

হাদিসে আছে, আবূ উমারা বারা ইবনে আযেব (রা.) বলেন, তিনি বলেন, রাসূল (সা.) আমাদের সাতটি কাজ করতে আদেশ করেছেন- ১. রোগী দেখতে যাওয়া। ২. মৃত ব্যক্তির জানাযায় শরিক হওয়া। ৩. হাঁচির জবাব দেওয়া। ৪. দুর্বলকে সাহায্য করা। ৫. নির্যাতিত ব্যক্তির সাহায্য করা। ৬. সালাম প্রচার করা। ৭. শপথকারীর শপথ পুরা করা। [বুখারি, মুসলিম, তিরমিজি]
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে